ভারতীয় সেনার ভয়ে কাঁপছে লালফৌজ। ভারত–চিন সংঘাতের আবহেই এক নতুন ভিডিও সেই সাক্ষ্য বহন করছে। আর তা ঘিরে তরজা প্রকাশ্যে এল চিন–তাইওয়ানের মধ্যে। ভিডিও’য় দেখা যাচ্ছে বাসে করে কোথাও যাচ্ছে চিনের পিপলস লিবারেশন আর্মির সেনারা। এদের অনেককেই চিৎকার করে কান্নাকাটি করতে দেখা যায় ভিডিও’তে। তাইওয়ানের এই দাবির তীব্র প্রতিবাদ করেছে চিনের সংবাদমাধ্যমও।
ভয়ে ভারত–চিন সীমান্তে আসার আগে নাকের জলে চোখের জলে এক করছেন চিনের সেনা! একটি ভিডিও প্রচার করে এই দাবি করেছে তাইওয়ানের সংবাদমাধ্যম। যদি এই প্রচারকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে চিনের সংবাদমাধ্যম।
চিন বিরোধী অবস্থানের জন্য পরিচিত লিবার্টি টাইমস এবং তাইওয়ান নিউজের মতো পরিচিত তাইনিজ সংবাদমাধ্যমে দাবি করা হয় যে ভারতীয় সেনার ভয়েই সীমান্তে যাওয়ার পথে এই ভাবে কান্নাকাটি করছে চিনা সেনা। কান্নাকাটি করার জন্য চিনা সেনাকে রীতিমত ব্যঙ্গ করা হয় তাইওয়ানের সংবাদমাধ্যমে।
যদিও এই দাবি নস্যাৎ করেছে চিন সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম। তাঁদের দাবি, তাইওয়ান চিন সেনাদের একটি আবেগপূর্ণ ভিডিও নিয়ে মিথ্যে প্রচার করছে। ওই সেনারা পরিবারকে বিদায় জানাচ্ছিল। তাঁদের ছেড়ে যাওয়ার আবেগেই চোখে জল এসেছিল। ভারতে ভয়ে মোটেই কাঁদেনি চিনের তরুণ তুর্কিরা। তবে অনেকের দাবি, পূর্ব লাদাখে ভারতীয় সেনার বলিষ্ঠ পদক্ষেপে কার্যত কোনঠাসা চিনা সেনা। তাই এই ভিডিও’র সত্যতা একেবারে উড়িয়ে দেওয়াও চলে না।