ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। গত দেড় বছরেও করোনা আবহে যখন ঘরবন্দি মানুষ ধুঁকছে, তখনও আইআরসিটিসির নতুন নতুন প্যাকেজ ঘোষণায় খামতি নেই। কখনও ওয়ার্ক ফ্রম হোটেলের উদ্যোগ নিয়েছে তারা। আবার কখনও সাধ্যের মধ্যে ভারত দর্শন করাতে উদ্যোগ নিয়েছে।
তবে রেলপথের পর এবার আইআরসিটিসির হাত ধরে জলপথে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকরা। ভারতের প্রথম ক্রুজার লাইনার পরিষেবা শুরু হল ১৮ সেপ্টেম্বর থেকে। আইআরসিটিসির পোর্টাল থেকেই এই পরিষেবার জন্য বুকিং করা যাবে।
এই ক্রুজে যাত্রীরা পাঁচটি জলপথে সফর করতে পারবেন। মুম্বই থেকে ক্রুজ ছাড়বে। গোয়া, কোচি, লাক্ষাদ্বীপ, দিউ ও শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন পর্যটকরা। বেসরকারি সংস্থা কর্ডেলিয়া ক্রুজেস-এর সঙ্গে যৌথভাবে এই গাঁটছড়া বেঁধে এই পরিষেবা চালু হল।
রাজকীয় এই জলপথে ভ্রমণ। ক্রুজের ভিতরই থাকছে রেস্তোরাঁ, বার, সুইমিং পুল, সিনেমা হল ও থিয়েটার হল। বাচ্চাদের জন্য আলাদা করে জায়গা থাকছে। এই কিডস এরিয়ায় খেলাধুলা করতে পারবে তারা। শিশুদের মনোরঞ্জনের জন্য নানারকম অ্যাকটিভিটির সুযোগও রয়েছে ক্রুজের মধ্যেই।
আপাতত সীমিত সংখ্যক যাত্রী নিয়ে সফর করবে এই ক্রুজ। সবরকম মেডিক্যাল সুবিধাও পাওয়া যাবে এখানে। আইআরসিটিসির পোর্টাল থেকেই টিকিট বুক করতে পারবেন উৎসাহী পর্যটকরা। বুকিংয়ের জন্য যেতে হবে www.irctctourism.com-এ। সেখানে হোমপেজ থেকে ক্রুজ অপশনে ক্লিক করতে হবে।
You must be logged in to post a comment.