ডিয়ার লটারিতে কোটিপতি হলেন এক দিনমজুর। লটারিতে এক কোটি টাকা পুরস্কার জিতে রবিবার মালদহের মানিকচক থানার পুলিশের দ্বারস্থ ওই ব্যক্তি। এবারে সন্তানদের উচ্চ শিক্ষিত করার ইচ্ছা ওই পুরস্কার বিজেতার। মাত্র ৬০ টাকার টিকিটে কোটি টাকা পুরস্কার পেয়ে খুশি পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা।
মালদার মানিকচক ব্লকের ভুবনটোলা গ্রামের বাসিন্দা প্রতাপ মন্ডল। সামান্য দিনমজুরি করে সংসার চলে। পরিবারে স্ত্রী সহ দুই সন্তান রয়েছে। জানা গেছে,মাঝে মধ্যেই ভাগ্য বদলানোর আশায় টিকিট কাটতেন তিনি। শনিবার মানিকচক স্ট্যান্ড এলাকার টিকিট বিক্রেতা সন্তোষ সাহার কাছ থেকে ৬০ টাকা দিয়ে টিকিট কেনেন। শনিবারের সন্ধ্যা ৬ টার লটারি খেলায় ১ কোটি টাকা পুরস্কার মানিকচকে হতেই হৈচৈ পড়ে যায়। তবে পুরস্কার বাবদ এক কোটি টাকা কে জিতেছেন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
রবিবার ভুবনটোলা গ্রামের বাসিন্দা প্রতাপ মন্ডল নিজের কেনা টিকিটটির ফলাফল দেখেন। তার টিকিটটি ১ কোটি টাকা পুরস্কার জিতেছে দেখতে পেয়ে সোজা মানিকচক থানার পুলিশের দ্বারস্থ হন তিনি। গোটা বিষয় জানিয়ে পুলিশের আশ্রয় নেয় ওই ব্যক্তি। পুলিশ প্রশাসনের মাধ্যমেই তার কোটি টাকা পুরস্কার তার হাতে পৌঁছনো এখন সময়ের অপেক্ষা।
দিনমজুর ব্যক্তির ১ কোটি টাকা পুরস্কার পাওয়ায় ভাগ্য বদলালো বলে জানাচ্ছেন প্রতাপ মন্ডল। তিনি জানান, মাঝেমধ্যেই টিকিট কাটেন তিনি। এই টিকিট কাটার পর শনিবার আর পুরস্কারের ফলাফল দেখা হয়নি। রবিবার টিকিটের ফলাফল দেখতেই চোখ কপালে ওঠে। কোটি টাকা পুরস্কার জিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন তিনি। তাঁর ইচ্ছে সন্তানদের উচ্চ শিক্ষিত করে তোলা এবং ভাঙাচোরা বাড়ির বদলে একটি বাড়ি তৈরি করা।