জেলা ব্রেকিং নিউজ

কোটিপতি এক দিনমজুর! কীভাবে?

ভাগ্যের চাকা ঘুরল এক দিনমজুরের। কোটি টাকার লটারিতেই বদলে গেল ভাগ্য। রাতারাতি হয়ে গেলেন কোটিপতি, টিকিট ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতে ধানের জমিতে, সকালে থানার হেফাজতে যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর এলাকায়।

পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর মিলনমোড়ের লটারি দোকান থেকে একটি ডিয়ার লটারি কেনে আলফাজুদ্দিন পাইক। তারপর রাতে হঠাৎ মোবাইলে ফোন আসে সে কোটি টাকার লটারি জিতেছে। কোটি টাকা জিতেছেন শুনে নিজেও যেন ঘাবড়ে যায় আলফাজুদ্দিন। বাড়িতে কিছু না বলে ধান জমির ভেতরে ঢুকে নিরাপদ আশ্রয় নেয়। এদিকে রাত পর্যন্ত স্বামী বাড়িতে আসছে না দেখে প্রতিবেশীদের খবর দেয় স্ত্রী। খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় খবর দেওয়া হয়।

তারপরে বৃহস্পতিবার ভোরে পুলিশকে দেখে ধান জমির ভেতর থেকে বেরিয়ে আসেন আলফাজুদ্দিন। লটারিতে কোটি টাকা পাওয়ার খবর জানাতেই হতবাক হয়ে যায় পুলিশ থেকে এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

পেশায় আলু গোডাউনের মুটে বয়স আটত্রিশের আলফাজুদ্দিন পাইক। এক মেয়ে, দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে পিডব্লুডিতে ছিটে বেড়ার ঘর করে বসবাস করে। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। যেটুকু রোজগার করে অর্ধেক টাকা লটারি কিনে উড়িয়ে দেয়। এই নিয়ে নিত্যনৈমিত্তিক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে। আজ স্বামী কোটিপতি হওয়ায় খুশি পরিবারের সদস্যরা।