রাজ্য

‘‌মুখ্যমন্ত্রীর কুমীরের কান্না কৃষকদের ব্যথ্যা উপশম করবে না’‌

বিতর্কিত কৃষি–বিল নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করবেন বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই মন্তব্যকে সরাসরি কুমিরের কান্না বলে আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে করোনা আবহে কৃষকদের তিনি বঞ্চিত করে এখন তিনি কৃষকদের জন্য কুমীরের কান্না কাঁদছেন। সুতরাং রাজ্যপালের এই মন্তব্যে ফের সংঘাতে রাজ্য–রাজ্যপাল বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনটি টুইট করেন রাজ্যপাল। সেখানে মুখ্যমন্ত্রীকে লেখা তাঁর একটি চিঠি পোস্ট করে তিনি লেখেন, বাংলা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে অংশ না নেওয়ায় পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষক ৮,৪০০ কোটি টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কৃষকরা ১২ হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতেন। কিন্তু তা তাঁরা পাননি৷ মুখ্যমন্ত্রীর কুমিরের কান্না কৃষকদের ব্যথা উপশম করতে পারবে না। বাংলা ছাড়া দেশের সব রাজ্যের কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের দ্বারা ভীষণভাবে উপকৃত হয়েছেন। শুধু এই রাজ্যের কৃষকরাই সমস্যায় পড়েছেন। তবে কৃষকদের স্বার্থে মুখ্যমন্ত্রী অবিলম্বে পদক্ষেপ করবেন বলে আশাবাদী তিনি।
এখানেই শেষ নয়। তিনি টুইটে আরও লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ না করায় করোনা আবহে কেন্দ্রীয় সরকারের ৩০ হাজার কোটি টাকার প্রকল্প পায়নি বাংলার কৃষকরা। এই মন্তব্যের মধ্যে দিয়ে দিল্লির রেশ আছড়ে পড়ল বঙ্গে। কারণ গতকালই বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলনের ডাক দেন। আর রাজ্যসভায় ঘটা ঘটনাকে সমর্থন করে সাসপেন্ড হওয়া সাংসদদের সমর্থন করেন। তার প্রেক্ষিতে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ নিয়ে সওয়াল করলেন রাজ্যপাল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।