খেলাধুলা দেশ ব্রেকিং নিউজ

অর্জুন পুরস্কারে সম্মানিত ক্রিকেটার মহম্মদ শামি

দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত হলেন মহম্মদ শামি৷ মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে অর্জুন পুরস্কার তুলে দেওয়া হল ভারতের তারকা পেসারের হাতে৷ রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করে শামি জানালেন, তাঁর একটা স্বপ্নপূরণ হল।

তিনি জানিয়েছেন, “এই সম্মানটা আমার কাছে স্বপ্ন ছিল৷ সারা জীবন অতিবাহিত হয়ে যায়৷ কিন্তু, একজন ক্রীড়াবিদ অধিকাংশ সময়ে এই সম্মান অর্জন করতে পারেন না৷ আমি খুশি যে, এই পুরস্কারের জন্য আমাকে বাছা হয়েছে৷ এই সম্মান পাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো, কারণ সারা জীবন বাকিদের এই পুরস্কার নিতে দেখেছি৷”