দেশ ব্রেকিং নিউজ

ক্র‌্যাশ করে গেল রেলের ওয়েবসাইট!‌

লকডাউনের মধ্যেই যাত্রী পরিবহণের জন্য ১ জুন থেকে ২০০টি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছিল রেল। চতুর্থ পর্যায়ের লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পর দিন থেকেই এসি এবং নন–এসি দু’ধরনের ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। কোনও ট্রেন ছাড়ার দু’ঘণ্টা আগে অথবা সর্বাধিক ৩০ দিন আগে অগ্রিম টিকিট অনলাইনে কাটতে পারবেন যাত্রীরা। সকাল ১০ থেকে বুকিং শুরু হয়েছিল আইআরসিটিসির ওয়েবসাইট থেকে। বলা যায় সাইট খুলতেই উড়ে গেল টিকিট। আর ক্র‌্যাশ করে গেল ওয়েবসাইট।
রেল সূত্রে খবর, রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন বা আরএসি’‌র বিনিময়ে যেখানে দু’জন লোক একই বার্থ ভাগ করে নেবে। ওয়েটিং লিস্টের টিকিট পাওয়া যাবে। তবে যাত্রীদের যাত্রা তালিকা প্রস্তুত হওয়ার পরে ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিশ্চিত না হলে তাঁরা ট্রেনে চড়তে পারবেন না। বৃহস্পতিবার বিকেল ৪টে পর্যন্ত বুকিং হল ২.৩৭ লাখ টিকিট। স্পেশাল ট্রেনের বুকিং হচ্ছে একমাত্র আইআরসিটিসি’‌র ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে। রেলের পক্ষ থেকে জানা গিয়েছে এখনও পর্যন্ত মোট ২,৩৭,৭৫১ টিকিট বুকিং হয়েছে। যাত্রীসংখ্যা ৫,৫১,৭২৪। যেসব ট্রেনের বুকিং হচ্ছে তার মধ্যে রয়েছে দুরন্ত, সম্পর্কক্রান্তি, জনশতাব্দী ও পূর্বা এক্সপ্রেসের মতো ট্রেন।
সমস্ত স্টেশনে খাবারের স্টলগুলি অনুমতিক্রমে খোলার নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাসের জেরে গত ২৫ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর শুধুমাত্র পণ্যবাহী এবং পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। তারই সঙ্গে যুক্ত হতে চলেছে ২০০টি প্যাসেঞ্জার ট্রেন। আইআরসিটিসি’‌র পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনে সীমিত মাত্রায় খাবার পাওয়া যাবে। তবে তা খুব কম সংখ্যক ট্রেনে। কোনও কম্বল দেওয়া হবে না। যাত্রীদের নিজেদেরই তার ব্যবস্থা করতে হবে।