রাজ্য লিড নিউজ

বউবাজারের ফের ১০টি বাড়িতে ফাটল, আতঙ্কে ঘর ছাড়া বহু বাসিন্দা

শ্যাকরা পাড়ার দুর্গাপিতুরি লেনের পর এবার মদন‌ দত্ত লেন। বউবাজারের মদন দত্ত লেনে ১০টি বাড়িতে ফাটল। আজ ভোরে ফাটল দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা সহ স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। মেট্রোর প্রতিনিধি এলাকায় ঢুকতে এলে বাধা দেন বাসিন্দারা। তবে কেএমআরসিএল-এর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যারা ঘর ছাড়া তাদের পরিবারকে এক লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। গত ১১ মে বুধবার মেট্রোর কাজ চলাকালীন বৌবাজারে দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। সেই সময়ও আতঙ্কে ঘর ছেড়েছিলেন অনেক পরিবার।

বারংবার বাড়িতে ফাটল ধরায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। অভিযোগ, ফাটলের কথা জানানোর পরও মেট্রো রেলের প্রতিনিধিরা আসেনি। পরে মেট্রো রেলের তরফে তিন প্রতিনিধিদের পাঠানো হলেও, তাদের এলাকায় ঢুকতে বাধা দেন বাসিন্দারা। পরে এলাকা পরিদর্শন করেন মেট্রো রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।

২০১৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ শুরু হওয়ার পর থেকেই বউবাজারে বিপত্তি শুরু হয়। একের পর এক বাড়িতে ফাটল ধরে, ভেঙেও পড়ে কয়েকটি বাড়ি। ৬০০-রও বেশি বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় সেই সময়। চলতি বছরের মে মাসেও দুর্গাপিতুরি লেন, মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল ধরে। সেই সময় স্থানীয় বাসিন্দাদের হোটেলে সাময়িকভাবে স্থানান্তরিত করা হয়। আজ ফের একাধিক বাড়িতে দেখা গেল ফাটল।