৭১ সালের মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত আর নেই। ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর দেন তাঁর কনিষ্ঠ জামাতা প্রদীপ দাশগুপ্ত। ‘বীর উত্তম’ খেতাবধারী এই মুক্তিযোদ্ধার মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর।
জানা গিয়েছে, ২০ আগস্ট নিজ বাসভবনের বাথরুমে পড়ে যান সিআর দত্ত। তাঁর পা ভেঙে যায়। তাঁকে ফ্লোরিডায় বয়েন্টন বিচ বেথেসডা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাঁর অপারেশন ঠিকঠাক হলেও শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনযুদ্ধে হার মানলেন মুক্তিযুদ্ধের বীর সেনা সিআর দত্ত। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সিআর দত্ত ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হয়েছিলেন।
পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরেই ছেলেমেয়েদের সঙ্গে নিউ ইয়র্কে বসবাস করেছিলেন সিআর দত্ত। বড় মেয়ে মহুয়া দত্ত এবং ছেলে ডা. রাজা দত্ত সেখানেই থাকেন। বাংলাদেশের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন। সেটাই ছিল তাঁর শেষ বক্তৃতা। মার্চে করোনাভাইরাসের প্রকোপ বাড়লে নিউ ইয়র্কে না ফিরে তিনি ফ্লোরিডাতেই থেকে যান।
বীর উত্তম সিআর দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা দেশ চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাঁর আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন তাঁর শোকবার্তায় বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন রণাঙ্গনে সিআর দত্তের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে এই দেশের বীর সন্তান সিআর দত্তের অসামান্য অবদান বাঙালি চিরকাল স্মরণে রাখবে।