হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল হাবরার প্রাক্তন সিপিএম বিধায়ক প্রণব কুমার ভট্টাচার্যর। এদিন হিজলপুকুরে তার বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির দায়িত্ব সামলেছেন তিনি। এদিন তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
১৯৭৯ সালে হাবরা পৌরসভা প্রতিষ্ঠিত বোর্ডের প্রথম উপ পৌর প্রধান ছিলেন প্রণব ভট্টাচার্য। পরবর্তী সময়ে ১৯৮৮ থেকে ৯৩ সাল পর্যন্ত হাবরার নির্বাচিত পৌরসভার প্রথম পৌর প্রধানও ছিলেন তিনি। এর পরবর্তী সময়ে ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত হাবরা বিধানসভার বিধায়কের দায়িত্ব সামলেছেন । পাশাপাশি তিনি ছিলেন শ্রী চৈতন্য কলেজের পদার্থবিদ্যা বিষয়ের অধ্যাপক। শেষের দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও সামলেছেন। এছাড়াও জেলার বিভিন্ন কলেজের গভর্নিং বডির সদস্যও ছিলেন প্রণববাবু। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী ও কন্যা সহ পরিবারের অন্যান্য সদস্যদের।
এদিন ভোর ৩:৪০ নাগাদ মৃত্যু হয় তার। এরপরই প্রণব বাবুর ইচ্ছা অনুযায়ী, দিশা প্রভা আই ব্যাংকে চক্ষুদান করা হয়। পরিবারের তরফ থেকে জানা যায়, প্রণব কুমার ভট্টাচার্যের দেহ তুলে দেওয়া হবে এন আর এস মেডিকেল কলেজের হাতে। দলীয় সূত্রে জানা যায়, তার দেহ স্থানীয় পার্টি অফিস ঘুরে, পৌরসভা ঘুরে, চৈতন্য কলেজ হয়ে জেলা সিপিএম কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।