দেশ ব্রেকিং নিউজ

প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

প্রয়াত বাম আন্দোলনের প্রথম সারির নেতা সীতারাম ইয়েচুরি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২। দীর্ঘ কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ইয়েচুরি। বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, মাল্টি-অর্গান ফেলিওরের কারণে মৃত্যু হয়েছে তাঁর। এক্স হ্যান্ডলে সিপিএমের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ৩টে ৩ মিনিটে প্রয়াত হন ইয়েচুরি।

আগষ্ট মাসে প্রয়াত হন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অসুস্থতার কারণে ২২ অগাস্ট বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় কলকাতায় যোগ দিতে পারেননি সীতারাম। হাসপাতাল থেকেই একটি ভিডিয়ো বার্তা পাঠিয়েছিলেন তিনি। তার আগে ছানি অস্ত্রোপচারের আগে বুদ্ধদেবের শেষযাত্রাতেও থাকতে পারেননি ইয়েচুরি।

প্রসঙ্গত, ১৯৫২ সালের ১২ অগাস্ট জন্ম সীতারামের। ১৯৯২ সাল থেকে সিপিএমের পলিটব্যুরোর সদস্য ছিলেন তিনি। ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য ছিলেন ইয়েচুরি।

মাদ্রাজে তেলুগুভাষি পরিবারে জন্ম ইয়েচুরির। তাঁর বড় হয়ে ওঠা হায়দরাবাদে। ১৯৭৪ সালে এসএফআই-এ যোগ দেন ইয়েচুরি। এক বছর পর যোগ দেন সিপিএমে। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় গ্রেফতার করা হয়েছিল ইয়েচুরিকে। সেই সময় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি। ১৯৭৮ সালে এসএফআই-এর অল ইন্ডিয়া জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হন ইয়েচুরি। কেরল এবং বাংলার বাইরের কেউ হিসাবে সীতারামই প্রথম এসএফআই-এর প্রেসিডেন্ট হয়েছিলেন। ১৯৮৪ সালে সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন তিনি।

সীতারাম ইয়েচুরির মৃত্যুতে বাম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন প্রান্তের বাম নেতা কর্মীরা শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গেই বিভিন্ন স্তরের রাজনীতিবিদরাও তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।