জেলা

সোশ্যাল মিডিয়াকে আঁকড়ে ধরার নির্দেশ সিপিএমে

করোনার জেরে রাস্তায় নেমে আন্দোলনের কোনও কর্মসূচি নেওয়া যাচ্ছে না। অগত্যা সোশ্যাল মিডিয়াই ভরসা সিপিএমের। আর এরাই একসময় বলেছিল পশ্চিমবঙ্গে কম্পিউটার ঢুকতে দেবে না। তারাই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জনমত গড়ে তুলতে চাইছে। এই খবর সিপিএমের কেন্দ্রীয় কমিটি থেকে মিলেছে। এমনকী পশ্চিমবঙ্গে তাদের বঙ্গজ কমরেডদের তা জানিয়েও দেওয়া হয়েছে।
করোনা সংক্রমণের মধ্যে দিল্লি যাত্রার ঝুঁকি নিতে নারাজ বঙ্গ সিপিএমের নেতারা। এছাড়াও কেন্দ্রীয় কমিটির অনেক নেতার বয়স হয়েছে। তাই বাধ্য হয়েই ভার্চুয়াল বৈঠককে বেছে নিতে হচ্ছে। ইতিমধ্যেই দু’‌দিনের ভার্চুয়াল বৈঠক সমাপ্ত হয়েছে। তবে করোনার জেরে আপাতত স্থগিত করা হয়েছে, নিচুতলার সব সম্মেলন। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তা জানিয়ে দিয়েছেন।
এদিকে সিপিএমের নেতা–কর্মীরা দিনে এক আধটা টুইট করে থাকেন। কিন্তু কোনওভাবেই তাঁদেরকে বিজেপি কিংবা তৃণমূলের সঙ্গে তুলনা করা যায় না। সেই সিপিএমের কেন্দ্রীয় কমিটির নির্দেশ সোশ্যাল মিডিয়াকেই করতে হবে ব্রিগেডের সমাবেশস্থল। রাজ্যবাসীর সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।