দেশ ব্রেকিং নিউজ

কোটি টাকায় সম্পত্তি বিক্রি সিপিএমের

২০১১ সালে ক্ষমতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্দিন শুরু হয়েছে সিপিএমে। একুশের নির্বাচনে সারা রাজ্যের সঙ্গে বিপর্যয় নেমে এসেছে একদা লালদূর্গ হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলা পার্টিতেও। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে এই জেলাতেও শূন্যে নেমে এসেছে দল। পার্টির এই ঘোরতর দুর্দিনে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম আরও চরম সঙ্কট ডেকে এনেছে বিরাট পরিমাণের দেনা। এই সমস্যা থেকে থেকে বাঁচতে নিজেদের সম্পত্তি বিক্রি করতে শুরু করেছে সিপিএম। মেদিনীপুর শহরের কেরানীতোলা এলাকায় সুকুমার সেনগুপ্ত ভবন নির্মাণের জন্য কেনা জায়গার একটা বড় অংশ বিক্রি করে দিয়েছে তারা।
আর্থিক অবস্থার কারণে জায়গা বিক্রি করার কথা স্বীকার করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক তরুণ রায়ও। তিনি বলেন, ‘‌সুকুমার সেনগুপ্ত ভবন তৈরি করার জন্য কেনা হয়েছিল, বিষয়টা তা নয়। জায়গাটা আমরা কিনেছিলাম। সেটা বিক্রি করেছি এটাও ঠিক। ওই জায়গাটা কেনার সময় প্রচুর টাকা ঋণ হয়েছিল। তাই একটা অংশ আমাদের বিক্রি করতে হয়েছে।’‌
জানা গিয়েছে, ২০ বছর আগে প্রায় ৩ কোটি টাকা দিয়ে জায়গাটি কেনা হয়েছিল। তখন পার্টির জেলা সম্পাদক ছিলেন দীপক সরকার। পরে ফাঁকা জায়গাটিকে প্রাচীর দিয়ে ঘিরে গেট বসিয়ে দেওয়া হয়। ওই জায়গায় স্বাধীনতা সংগ্রামী, আজীবন কমিউনিস্ট, মেদিনীপুর জেলায় সিপিএমের প্রতিষ্ঠাতা সুকুমার সেনগুপ্তর নামে একটি ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তখন সিপিএমের ভরা জমানা। জেলাজুড়ে দলের ব্যাপক প্রভাব থাকায় অনেকেই ভবন নির্মানের জন্য টাকা দিতে রাজি ছিলেন।