দেশ ব্রেকিং নিউজ

স্থগিত গো–বিজ্ঞান পরীক্ষা

দেশজুড়ে সমালোচনার জেরে স্থগিত হয়ে গেল গো–বিজ্ঞান পরীক্ষা। অনির্দিষ্টকালের জন্য গো–বিজ্ঞান পরীক্ষা বন্ধ করে দিল রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। আগামী বৃহস্পতিবার ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। তার আগেই কামধেনু আয়োগের পক্ষ থেকে একটি নোটিস জারি করে পরীক্ষা স্থগিত রাখার বিষয়টি জানানো হয়েছে। আর তাতেই নরেন্দ্র মোদীর সরকার ব্যাকফুটে গেল বলে মনে করা হচ্ছে।
ইউজিসি দেশের ৯০০ বিশ্ববিদ্যালয়কে এই পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল। ৫ লক্ষ ছাত্রছাত্রী অনলাইনে পরীক্ষা দিতে আবেদন করেছিলেন। গো–বিজ্ঞান পরীক্ষা নিতে রীতিমতো চাপ দেওয়া শুরু হয়েছিল বলে অভিযোগ। তবে কেন বন্ধ রাখা হচ্ছে এই পরীক্ষা, সে বিষয়ে নোটিসে কিছু জানানো হয়নি। এমনকী পরীক্ষা ফের কবে হতে পারে, তাও কিছু বলা হয়নি। তবে গত ২০ ফেব্রুয়ারি আয়োগের সভাপতি বল্লভভাই কাঠিরিয়া তাঁর দু’বছরের মেয়াদ সম্পূর্ণ করেছেন। তিনি সরে যাওয়ার পরই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিতর্কিত মন্তব্য করেছিলেন কাঠিরিয়া। সংবাদমাধ্যমকে তিনি জানান, গরুর সবটাই তো বিজ্ঞান। আমরা যখন ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির কথা বলি, তখন তার মধ্যে দেশের ১৯ কোটি ৪২ লক্ষ গরুর বিষয়টিও আসে। কারণ দেশের অর্থনীতিতে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকী, কোনও গরু যদি দুধও না দেয় তার প্রস্রাব ও গোবরও কিন্তু মূল্যবান। আমরা এগুলির ব্যবহার করলে অর্থনীতিই সঠিক পথে থাকবে।
এমনকী ৫৪ পাতার পাঠ্যক্রমও প্রকাশ করা হয়। তাতে বিদেশি গরুদের থেকে ভারতীয় গরু কত উন্নত সেইসব কথা উল্লেখ রয়েছে। দেশীয় গরুর থেকে গোবরের উপকারিতা–সহ নানা বিষয়ই রয়েছে সেখানে। যার মধ্যে রয়েছে গো–হত্যার সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক নিয়ে অদ্ভুত দাবি। ওই পাঠ্যক্রম প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। অবশেষে স্থগিত রাখা হল পরীক্ষা।