আজ রাজ্যে এলো ৭ লক্ষ ২৯ হাজার ৪৭০ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন। দুপুরে কলকাতা বিমানবন্দরে পুনে থেকে আসে এই ভ্যাকসিন। কেন্দ্রের পক্ষ থেকে এসেছে এই ভ্যাকসিন। অন্যান্য রাজ্য বেশি পেলেও বাংলা বঞ্চিত হচ্ছে বলে আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি গিয়েও দাবি জানিয়ে এসেছিলেন তিনি। প্রধানমন্ত্রী চিঠি লিখেছিলেন। অবশেষে এলো ভ্যাকসিন।
গত ১১ আগস্ট অবশ্য রাজ্যে আসে ১ লক্ষ ১২ হাজার ২৩০ ডোজ় কোভ্যাক্সিন। পর পর তিন দিনে ভ্যাকসিন এল প্রায় ৮ লক্ষ ১৪ হাজার ৪০৩ ডোজ। যার বেশিরভাগই কোভিশিল্ড। রাজ্যে টিকা সঙ্কট মেটাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।
আরও আগে ৩ লক্ষ ৭০ হাজার ৮৪০ ডোজ় কোভিশিল্ড আসে। এটাও কেন্দ্রের পক্ষ থেকে পাঠানো হচ্ছে রাজ্যে। মোট ৭ লক্ষ ২ হাজার ১৭০ ডোজ ভ্যাকসিন একই দিনে আসছে। ফলে কিছুটা হলেও রাজ্যে ভ্যাকসিনের অভাব মিটবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আগস্ট মাসের ৫ তারিখ প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন সঙ্কট নিয়ে উষ্মাপ্রকাশ করে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘ব্যথিত হয়ে বলছি, যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিলাম তা এখনও পাইনি। এই নিয়ে অনেকবার আপনাদের চিঠি পাঠিয়েছি। আমাদের অবিলম্বে ভ্যাকসিন পাঠান।’