এবার দাম বাড়ল করোনা ভ্যাকসিনের। এবার থেকে ২১৫ টাকায় কোভিশিল্ড পাবে কেন্দ্র। কেন্দ্রকে কোভ্যাক্সিন কিনতে হবে ২২৫ টাকায়। সরকারি সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র এই নতুন বর্ধিত দামে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে সাড়ে ৩৭ কোটি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কাছে সাড়ে ২৮ কোটি কোভ্যাক্সিন কিনবে। আগে দাম কম ছিল। সুতরাং বেসরকারি ক্ষেত্রে ভ্যাকসিন নিতে গেলে খরচ বাড়বে সাধারণ মানুষের।
আগস্ট মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে কেন্দ্রের হাতে ওই ভ্যাকসিন আসবে। আগে ১৫০ টাকায় কোভ্যাক্সিন–কোভিশিল্ড পেত কেন্দ্র। কিন্তু দ্রুত উৎপাদন ও পরিবহণে বাড়তি টাকা দিতে হচ্ছে বলে দাম বাড়িয়ে দেওয়া হল। ২১ জুন কেন্দ্র নতুন টিকাকরণ নীতি কার্যকর করে। যেখানে কেন্দ্র টিকা ক্রয়ের পুরো দায়ভার নিয়ে নেয়।
নয়া নির্দেশিকা আসার পর এই দামবৃদ্ধির খবর প্রকাশ্যে এল। তবে এই দামবৃদ্ধির প্রভাব বেসরকারি ক্ষেত্রে পড়বে কি না তা এখনও জানা যায়নি। বেসরকারি হাসপাতালে কোভিশিল্ডের একটি ডোজ়ের দাম ৭৮০ টাকার বেশি নয়। রাশিয়ার স্পুটনিক-ভি দাম ১১৪৫ টাকার বেশি নয়। কিন্তু দেশের প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিনের দাম ১৪১০ টাকা।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯ জন। সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে ৫৬০ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২৪ হাজার ২৫। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৩১ শতাংশে।