দেশ ব্রেকিং নিউজ স্বাস্থ্য

সর্বদলীয় বৈঠকে করোনা আশ্বাস

কয়েক সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে করোনাভাইরাস টিকা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠকে এই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে তিনটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। বিজ্ঞানীরা অনুমতি দিলেই আর কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে ঘরে ঘরে চলে আসবে টিকা।
অতিমারী পরিস্থিতির পর্যালোচনা ও কোভিড টিকা সংক্রান্ত আলোচনার জন্য শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ভিডিও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর তিনি বলেন, ‘‌প্রায় ৮টি টিকার ট্রায়াল চলছে যেগুলি ভারতে তৈরি হবে বলে আশ্বস্ত করেছে। ভারতের তিনটি টিকা বিভিন্ন ধাপে রয়েছে। এই টিকা তৈরি আর খুব বেশি দূরে নয়।’‌
জানা গিয়েছে, কেন্দ্র সরকার–রাজ্য সরকার মিলেই এই টিকাকরণের কাজটি করবে। দামও নির্ধারণ করা হবে দু’পক্ষ মিলে। টিকা কাদের দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সিদ্ধান্ত নেবে। বয়স্ক মানুষদের আগে দেওয়া হবে। নরেন্দ্র মোদীর কথায়, কোভিড টিকা তৈরিতে সাফল্য পাওয়ার ব্যাপারে বিজ্ঞানীরা খুবই আশাবাদী। সারা বিশ্ব সস্তা ও সুরক্ষিত টিকা তৈরির অপেক্ষায় আছে। তাই গোটা দুনিয়া ভারতের দিকে লক্ষ্য রাখছে।
একটি টাস্ক ফোর্স গড়া হয়েছে। কেন্দ্রীয় এক্সপার্ট গ্রুপ থাকছে। থাকবেন রাজ্যস্তরের প্রতিনিধিরা। দু’‌পক্ষ মিলে কাজটা করবে বলে জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, দেশজুড়ে অতিমারী ছড়িয়ে পড়ার পর এটা সরকারের ডাকা দ্বিতীয় সর্বদলীয় বৈঠক। সম্প্রতি করোনা টিকার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে পুনে, আহমেদাবাদ ও হায়দরাবাদের তিনটি ওষুধের কোম্পানিতে পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভারত এই বিষয়ে একটি বিশেষ সফটওয়ারও বানিয়েছে। যার নাম কোভিন।