ব্রেকিং নিউজ রাজ্য

লোকাল ট্রেনের কামরাতেই ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র চালু করল পূর্ব রেল

ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র, তাও আবার লোকাল ট্রেনের কামরায়? হ্যাঁ, এমনই উদ্যোগ নিল পূর্ব রেল। শিয়ালদা স্টেশনে রবিবারই হয়েছে উদ্বোধন। এই বিশেষ ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘আরোগ্য’। সম্পূর্ণ বাতানুকূল ওই কামরায় থাকবেন চিকিৎসক ও নার্স। শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে ট্রেনটি পৌঁছে যাবে করোনার টিকা নিয়ে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, রেলের কর্মী, তাঁদের পরিবার, অবসরপ্রাপ্ত কর্মী এবং সামনের সারিতে কাজ করা করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার ব্যবস্থা হবে এই বিশেষ ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র থেকে।

পূর্ব রেলের সাব ডিভিশনাল ম্যানেজার এসপি সিংহ আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করেছেন। তিনি জানিয়েছেন, এখনও নির্দিষ্ট কোনও রুট ঠিক না হলেও ‘আরোগ্য’ শিয়ালদা উত্তর ও দক্ষিণ শহরতলি ছাড়াও পৌঁছে যাবে নদিয়া বা মুর্শিদাবাদে। বাতানুকুল ইএমইউ কোচ তথা ‘আরোগ্য’ তে রোগীদের, চিকিৎসকদের ঘরের পাশাপাশি ভ্যাকসিনেশনের ঘর, টিকাকরণের জন্য পর্যবেক্ষণের ঘর, এমনকি ছোটখাটো অপারেশনের জন্যও আলাদা ঘর থাকছে। ফলে এই ট্রেনে শুধু করোনার টিকা নয়, রেলকর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকছে।

পূর্ব রেলের অধীনে থাকা বি আর সিং হাসপাতালের চিকিৎসক ও নার্সরা এই বাতানুকূল ইএমইইউ কোচ আরোগ্যতে পরিষেবা দেবেন। রেল সূত্রে জানা যাচ্ছে, আপাতত ১৪০ জনকে টিকা দেওয়ার ব্যবস্থা হবে প্রতিদিন। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলেই জানিয়েছেন রেলের আধিকারিকরা।