করোনা সংক্রমনের রিপোর্ট দেশ

এবার ভারতে আসছে সবচেয়ে সস্তার করোনা টিকা! জেনে নিন খুঁটিনাটি

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লেও কিছুটা সামাল দেওয়া গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এরমধ্যেই করোনার টিকাকরণে গতি বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। আরও বেশ কয়েকটি সংস্থাকে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতে। তাদের মধ্যে কয়েকটি সংস্থার টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। যারমধ্যে অন্যতম বায়োলজিক্যাল-ই সংস্থার তৈরি করোনার টিকা “কার্বেভ্যাক্স”। সূত্রের খবর, ভারতে এখনও পর্যন্ত চালু থাকা করোনা টিকাগুলির মধ্যে এই “কার্বেভ্যাক্স” সবচেয়ে সস্তা হতে পারে। জানা গিয়েছে, এই টিকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ, তাতে সন্তুষ্ট ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। ফলে ওই সংস্থাকে ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলেই খবর। যা আগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী আগস্ট মাসে থেকে এই টিকার উৎপাদন শুরু হয়ে যাবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী আগস্ট মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ৩০ কোটি ডোজ তৈরির লক্ষমাত্রা নিয়েছে এই বায়োলজিক্যাল-ই সংস্থা। যার জন্য কেন্দ্রীয় সরকার দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করতে পারে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, ভারতে বর্তমানে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক-ভি করোনার টিকা ছাড়পত্র পেয়েছে।