ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লেও কিছুটা সামাল দেওয়া গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এরমধ্যেই করোনার টিকাকরণে গতি বাড়াতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। আরও বেশ কয়েকটি সংস্থাকে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতে। তাদের মধ্যে কয়েকটি সংস্থার টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। যারমধ্যে অন্যতম বায়োলজিক্যাল-ই সংস্থার তৈরি করোনার টিকা “কার্বেভ্যাক্স”। সূত্রের খবর, ভারতে এখনও পর্যন্ত চালু থাকা করোনা টিকাগুলির মধ্যে এই “কার্বেভ্যাক্স” সবচেয়ে সস্তা হতে পারে। জানা গিয়েছে, এই টিকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ, তাতে সন্তুষ্ট ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। ফলে ওই সংস্থাকে ইতিমধ্যেই তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলেই খবর। যা আগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী আগস্ট মাসে থেকে এই টিকার উৎপাদন শুরু হয়ে যাবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী আগস্ট মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রায় ৩০ কোটি ডোজ তৈরির লক্ষমাত্রা নিয়েছে এই বায়োলজিক্যাল-ই সংস্থা। যার জন্য কেন্দ্রীয় সরকার দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করতে পারে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, ভারতে বর্তমানে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক-ভি করোনার টিকা ছাড়পত্র পেয়েছে।
সম্পর্কিত খবর
ফের বাড়ছে করোনার প্রকোপ! দেশবাসীকে সতর্ক থাকার নির্দেশ দিল স্বাস্থ্যমন্ত্রক
Posted on Author ডেক্স রিপোর্টার
দুনিয়াজুড়েই বাড়ছে করোনার প্রকোপ। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে বেশ কয়েকটি দেশে। সতর্কবার্তা জারি করেছে হু
নতুন করে করোনার দাপট চিনে
Posted on Author ডেক্স রিপোর্টার
একের পর এক করোনার থাবায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। একের পর এক এসেছে করোনা ঢেউ! প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ তারপর তৃতীয় ঢেউ।
এড়ানো যাবে না তৃতীয় ঢেউ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
করোনা সংক্রমণ থেকে শিশুরা কতটা সুরক্ষিত? এই বিষয়টিতে জোর দিয়ে তিনি বলেন, ‘করোনা ও লকডাউনের কারণে শিশুদের বাকি টিকাকরণ ব্যাহত হয়েছে, যার প্রভাব রোগ প্রতিরোধ ক্ষমতাতেও পড়বে।