দেশ ব্রেকিং নিউজ

ফের কি স্বমহিমায় ফিরছে করোনা? 

ফের কি স্বামহিমায় করোনা? রিপোর্ট বলছে এই মুহূর্তে তিন হাজারের উপরে দেশের দৈনিক সংক্রমণ। গতকালের চেয়ে সংক্রমণ সামান্য বাড়লেও উদ্বেগ বাড়াচ্ছে করোনা সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ১৮ হাজার। রাজধানীর অবস্থাও সঙ্কটাপন্ন।

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩৭৭ জন। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০১। একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৬০ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা প্রাণ কেড়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৭৫৩।

এর মধ্যে শুধু দিল্লিতেই ১৪৯০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু ২ জনের। এই মুহূর্তে দিল্লির করোনা পজিটিভিটি রেট ৪.৬২ শতাংশ। এই নিয়ে পরপর দু’দিন রাজধানীর দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়াল। এখনও পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৮ লক্ষ ৭৯ হাজার ৯৪৮। দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ১৭২।

অন্যদিকে, মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৬৫ জন। এদের মধ্যে বেশিরভাগই মুম্বাইয়ের বাসিন্দা। অপরদিকে রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৮ লক্ষ ৭৭ হাজার ৪২৯।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১৮৮ কোটি ৬৫ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টাতেই এই সংখ্যাটা ২২ লক্ষ ৮০ হাজারের বেশি। সূত্রের খবর, দ্রুত চালু হবে ৫ থেকে ১২ বছর বয়সিদের টিকাকরণ।