দেশ লিড নিউজ

ভয় ধরাচ্ছে করোনা, পজিটিভিটি রেট ১০% পেরোল

ক্রমশঃ ভয় ধরাচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। এর মধ্যেই দ্রুত গতিতে বাড়ছে ভারতে করোনা আক্রান্ত এর সংখ্যা । পাশাপাশি, জাতীয় রাজধানী দিল্লি সহ দেশের আরও অনেক রাজ্যে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার, গত ২৪ ঘন্টার মধ্যে দিল্লিতে ২০ হাজারেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৪১ হাজারেরও বেশি নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

পাশাপাশি করোনার নতুন রূপ ওমিক্রনও দেশজুড়ে ক্রমাগত দাপট দেখাতে শুরু করে দিয়েছে। ওমিক্রনে দেশে মোট ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।
মোট ওমিক্রনে আক্রান্ত এর সংখ্যা ৩৩৭১জন। এর মধ্যে ১ হাজার ২০৩ জন সুস্থ হয়েছেন। এই নতুন রূপের বেশি ছড়িয়ে পড়ছে মহারাষ্ট্রে।

শনিবার সন্ধ্যায় দিল্লির স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, শনিবার 20,181 টি করোনার নতুন কেস রিপোর্ট করা হয়েছে। এ নিয়ে রাজধানীতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৪৮ হাজার ১৭৮ জনে দাঁড়িয়েছে। সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ঘন্টায় 11,869 জন রোগী সুস্থও হয়েছেন।

মহারাষ্ট্রে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের 41,434 জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 9671 জন এবং করোনায় মৃত্যু হয়েছে 13 জনের। রাজ্যে করোনার 1,73,238 সক্রিয় মামলা রয়েছে। ইতিমধ্যে ওমিক্রনের 133 টি নতুন করে আক্রান্ত এর খবর পাওয়া গিয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ওমিক্রনের মোট 1009 টি কেস রিপোর্ট করা হয়েছে। একই সময়ে, গত একদিনে মুম্বাইতে করোনার 20,318 টি নতুন রিপোর্ট করা হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। মুম্বাইতে করোনার মোট সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৩৭ জন।