বিনোদন ব্রেকিং নিউজ

করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়

মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। বিখ্যাত এই সংলাপটি আজ মনে পড়ছে। কারণ মাস্টারমশাই আসলে সত্যিই করোনাকেও দেখলেন। হ্যাঁ, করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ১১টা নাগাদ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। এখনও পর্যন্ত খবর, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলা সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর কোভিড পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
উল্লেখ্য, এর আগেও টলিউডে হানা দিয়েছে করোনাভাইরাস। অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবার, চিত্র পরিচালক রাজ চক্রবর্তী–সহ অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা প্রত্যেকেই কোভিডকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।
হাসপাতাল সূত্রে খবর, রাতেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ফোন করা হয় ওই বেসরকারি হাসপাতালে। তখনই অভিনেতার জন্য বেডের ব্যবস্থা করতে বলে হয়। করোনার রিপোর্ট পজেটিভ হলেও তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে আপাতত কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হচ্ছে।
মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬১,২৬৭ জনের শরীরে মিলেছে করোনা। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয় ৬৬,৮৫,০৮৩ জন। এখনও চিকিত্‍‌সাধীন ৯,১৯,০২৩ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৩,৫৬৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৮৪ জনের। মৃতের হার ১.৫৫ শতাংশ।