প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ফের একদিনে আক্রান্তের সংখ্যায় রেকর্ড গড়ল রাজ্য। এবার ১৮ হাজার ছাপিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ হাজার ১০২ জন। মৃতের সংখ্যা একটু কমলেও তা শতাধিক। একদিনে মৃত্যু হয়েছে ১০৩ জনের। উত্তর ২৪ পরগণায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। তারপরেই স্থান কলকাতার। দুই জায়গায়ই আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার।
এই দুই জায়গায়ই আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার ছুঁইছুঁই। উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৩ হাজার ৯৮২ জন, মৃতের সংখ্যা ২৭জন। কলকাতায় একদিনে ৩ হাজার ৯৭৩ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে ২৫ জনের। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন কোভিড সংক্রমণ রুখতে মাঠে নেমেছেন পুরোদমে। উল্লেখ্য, বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য শপথ নিয়েই করোনা মকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। আজ থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ।
বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধের পাশাপাশি মেট্রো ও সরকারি পরিবহণে ৫০ শতাংশ যাত্রী থাকবে। দূরপাল্লার বাস ও ট্রেন থেকে বিমান যাতায়াতেও কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল প্রশাসন। রিপোর্ট পজিটিভ হলেই সোজা আইসোলেশনে পাঠানো হবে সেই ব্যক্তিকে। সরকারি ও বেসরকারি দপ্তরে ৫০ শতাংশ হাজিরা থাকবে। বাজার খোলা থাকবে সকাল ৭-১০ টা আর বিকেল ৫-৭টা। সোনার দোকান খোলা থাকবে ১২-৩টে। ব্যাঙ্কের পরিষেবা চালু থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো। বিশেষ করে রাজ্যে সব রাজনৈতিক ও সামাজিক সমাবেশ বন্ধ করল প্রশাসন। ৫০ জনের বেশি জমায়েত নয় কোথাও, তারও অনুমতি নিতে হবে বলে নির্দেশিকা জারি করল রাজ্য।
