মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবার করোনায় আক্রান্ত । তিনি নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তাঁর করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এবং তাঁর হালকা লক্ষণ রয়েছে। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
মঙ্গলবার বিল গেটস টুইট করে লেখেন, ‘করোনা আক্রান্ত হয়েছি আমি।আমি কোভিড পজিটিভ। আমার হালকা করোনা উপসর্গ দেখা দিয়েছে।আমি চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশ মত আইসোলেশনে রয়েছি। সুস্থ না হওয়া অবধি আমি আইসোলেশনে থাকব।’ এরপর বিল গেটস টুইটে আরও লেখেন, ‘আমি ধন্য ও সৌভাগ্যবান যে আমি ভ্যাকসিন পেয়েছি বুস্টার পেয়েছি। পেয়েছি সুন্দর ও যথাযথ চিকিৎসাও।’
করোনার ভ্যাকসিন আবিষ্কারের পর থেকেই ভ্যাকসিনের প্রতি সবচেয়ে বেশি উৎসাহ দেখিয়ে এসেছেন বিল গেটস। যে দেশগুলি অর্থনৈতিকভাবে দুর্বল সেই দেশগুলিতেও ভ্যাকসিন প্রাপ্যতা নিশ্চিত করতে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে কাজ করেছেন বিল গেটস।সাম্প্রতিক ইন্টারন্যাশনাল ফোর্বসের তালিকায় বিশ্বের চতুর্থ তম ধনপতির স্থানে নাম রয়েছে বিল গেটসের। যার সম্পত্তির পরিমাণ ১৩০.২ বিলিয়ন ডলার। কিছুদিন আগেও তিনিই ছিলেন বিশ্বের এক নম্বর ধনকুবের। ভ্যাকসিন নিয়ে ভারতের ভূয়সী প্রশংসা করেন বিল গেটস। কিন্তু এবার সেই বিল গেটস করোনা আক্রান্ত।
বিগত দুই বছরেরও বেশি সময় ধরে গোটা বিশ্ব জুড়ে নিজের থাবা বিস্তার করে রেখেছে করোনা। একে একে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে পৃথিবীর একাধিক দেশে। করোনা আক্রান্ত হয়ে গত দুই বছরে মৃত্যু বরণ করেছেন বহু বিশিষ্ট।