দেশ লিড নিউজ

ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ

দেশে করোনা সংক্রমণের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। কড়া বিধি-নিষেধ কিংবা সাময়িক লকডাউন করেও কোনভাবে আটকানো যাচ্ছে না মারণ ভাইরাসকে। স্বচ্ছন্দে থাবা বসিয়েছে চলেছে করোনা। মাঝখানে দুদিন সংক্রমণ কিছুটা কমলেও আবারো বাড়ছে সংক্রমণের হার। পাশাপাশি একধাক্কায় অনেকটা বেড়েছে অ্যাকটিভ কেসও।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে করোনা থাবা বসিয়েছে ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জনের শরীরে। দেশের পটিজিভিটি রেট বেড়ে হয়েছে ১৫.১৩ শতাংশ। বর্তমানে দেশে মোট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৬১ জন। করোনায় সংক্রমিত হয়ে গত একদিনে দেশে মৃত্যু হয়েছে ৪৪১ জনের। গোটা দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৭ হাজার ২০২ জন।

আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অসম, বাংলার মতো রাজ্যগুলি। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১৮ লক্ষ ৩১ হাজার জন রোগী। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৫৫ লক্ষ ৮৩ হাজার ৩৯ জন করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৫৮ কোটি ৮৮ লক্ষের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন।

জোর দেওয়া হচ্ছে টিকাকরনে, মার্চেই শুরু হতে পারে ১২ থেকে ১৪ বছর বয়সি কিশোর–কিশোরীদের টিকাকরণ। কারণ ততদিনে এদেশে টিকা পেয়ে যাবে ১৫ থেকে ১৮ বছর বয়সিরা । দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সি কিশোর–কিশোরীর সংখ্যা হল সাত কোটি ৪০ লক্ষ ৫৭ হাজার। এর মধ্যে তিন কোটি ৪৫ লক্ষ জন কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ পেয়েছে। আগামী ২৮ দিনে তারা দ্বিতীয় ডোজ পেয়ে যাবে।