ফের রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। চলতি সপ্তাহের প্রথম থেকেই বাড়ছে দৈনিক সংক্রমণ। মঙ্গলবারের তুলনায় বুধবার তা আরও বাড়ল। রাজ্য স্বাস্থ্যদপ্তরের শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৩ জন, মঙ্গলবারও যা ছিল ৭২০। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১২জন। করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন রাজ্যের ৮১১ জন। সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। এখনও সংক্রমণের শীর্ষে কলকাতা।
গত কয়েকদিনে রাজ্যে করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল মঙ্গলবার থেকে তা লাফিয়ে বেড়েছে। আর বুধবার তা আরও বেড়ে ৮০০ ছাড়িয়ে গেল। এর মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্ত ২৪৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, এখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৪৪ জন। করোনাযুদ্ধে সবচেয়ে এগিয়ে পুরুলিয়া, উত্তর দিনাজপুর, কালিম্পং। এই তিন জেলায় নতুন করে আক্রান্ত ১ এবং ২। এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬,১১,৯৮৩। সুস্থ হয়ে উঠেছেন ১৫,৮৪,৬৭০জন। মারণ ভাইরাসের কবলে প্রাণ গিয়েছে মোট ৭৮৯৪ জনের।
করোনা রুখতে টিকাকরণকেই হাতিয়ার করেছে বাংলা। ইতিমধ্যে রাজ্যের ৭ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। রাজ্যে পরীক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্র। এদিন এ নিয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১৯টি, এর মধ্যে পজিটিভ রিপোর্ট ২.০৬ শতাংশ।