মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত টিকা প্রস্তুতকারক সংস্থা নোভাভ্যাক্স। টিকা তৈরির জন্য জনপ্রিয় এই সংস্থা। এর আগেও তারা হেপাটাইটিস বি এবং এইচআইভি’র টিকা বানিয়েছে। এবার তারা করোনা ভাইরাসের টিকা তৈরি করেছে। এবার ওই মার্কিন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে নতুন করোনার টিকা আনতে চলেছে সেরাম ইনস্টিটিউট। নোভাভ্যাক্সের সঙ্গে মিলে সেরাম আনছে ‘কোভোভ্যাক্স’। সবদিক ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই দেশে চলে আসবে নতুন এই টিকা।
সূত্রের খবর, বর্তমানে আমেরিকা ও মেক্সিকোয় ট্রায়াল চলছে এই টিকার। গত ১৪ জুন একটি বিবৃতিতে নোভাভ্যাক্সের তরফে জানানো হয়, সব মিলিয়ে ৯০.৪ শতাংশ সফল কোভোভ্যাক্স।
পুণের সেরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনওয়ালা জানিয়েছেন, আগামী জুলাই থেকে তাঁদের নতুন টিকার ট্রায়াল শুরু হবে। শিশুদের উপরেও এই টিকার ট্রায়াল চালাবে সেরাম। সবদিক ঠিকঠাক থাকলে কেন্দ্রের ছাড়পত্র নিয়ে সেপ্টেম্বরেই বাজারে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে পুনের সংস্থা। ভারতে এই মুহূর্তে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ছাড়াও স্পুটনিক ভি টিকার ব্যবহার চলছে। কেন্দ্রের দাবি, আগামী সেপ্টেম্বরে আরও বেশ কয়েকটি করোনার টিকা বাজারে চলে আসবে। এরমধ্যে কোভাভ্যাক্স অন্যতম।
You must be logged in to post a comment.