করোনা সংক্রমনের রিপোর্ট ব্রেকিং নিউজ

COVID 19: ফের করোনার নতুন স্ট্রেন

এবার হায়দরাবাদে এক ব্যক্তির শরীরে প্রথম ধরা পড়ল ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিএ.৪। যা নিয়ে ফের দক্ষিণের রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

INSACOG-এর তরফে বৃহস্পতিবার ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের খবর প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকায় ধরা পড়েছে ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিএ.৫। যা ফের নতুন করে দক্ষিণ আফ্রিকায় আতঙ্ক ছড়াতে শুরু করেছে। আমেরিকা এবং ইউরোপেও ধরা পড়েছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএ.৫-এর সংক্রমণ।

পাশাপাশি, উত্তর কোরিয়ায় নতুন করে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে। জানা যাচ্ছে, উত্তর কোরিয়ায় প্রায় ২ মিলিয়ন মানুষ কোভিডে আক্রান্ত। কিমের দেশে বেশিরভাগ মানুষের টিকাকরণ হয়নি। যার জেরেই করোনার এই বাড়বাড়ন্ত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শুক্রবার, ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২,২৫৯ জন, সুস্থ হয়ে উঠেছেন ২,৬১৪ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। এখনও পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৫,০৪৪। এখন পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪,২৫,৯২,৪৫৫ জন।

এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫,২৪,৩২৩ জনের । করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৯১,৯৬,৩২,৫১৮। মাস্ক ব্যবহার করুন ও সোশ্যাল ডিসটেন্স মেনে চলুন।