রাজ্য লিড নিউজ

ফের চোখ রাঙাচ্ছে করোনা

ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাস। গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি রাজ্যের দৈনিক পরিসংখ্যান ঊর্ধ্বমুখী। গত একদিনে একলাফে প্রায় ৯০ শতাংশ বেড়েছে সংক্রমণ। সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যাও। বর্তমানে দিল্লির অবস্থা খুবই খারাপ। গত ২ সপ্তাহে দিল্লিতে দৈনিক আক্রান্ত বেড়েছে প্রায় ৫০০ শতাংশ।

পরিসংখ্যান বলছে, রাজ্যে গত এক দিনে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৮২৩ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত। গত একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩৮ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৩৩৩ জন করোনা কে হারিয়ে ঘরে ফিরেছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ২৬৬ জন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন ।

গত একদিনে রাজ্যে করোনায় কোন প্রাণহানি। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের প্রাণ হারিয়েছেন ২১ হাজার ২০০ জন। রাজ্যে সম্পূর্ণভাবে উঠে গিয়েছে বিধি নিষেধ। যদিও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ৫ হাজার ৬৮২ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৯ লক্ষ ৩৭ হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। টিকাকরণকে হাতিয়ার করেই এই যুদ্ধে এগিয়ে যেতে চাচ্ছে গোটা দেশ।