উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই বাড়ছে করোনা সংক্রমণ। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করেই কি তবে অক্টোবর মাসেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ? গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ প্রায় ৫০ হাজারের কাছাকাছি পৌঁছনোয় বেড়েছে উদ্বেগ। আর তারপর থেকেই এই প্রশ্ন গুরপাক খাচ্ছে দেশজুড়ে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯২ জন। বিগত দুই মাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। বেড়েছে মৃত্যু হারও, একদিনে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৫৮৩। একদিনেই দেশে সংক্রমণের হার ১২ শতাংশ সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে।
একলাফে সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে রয়েছে সেই কেরলই। দেশের মোট দৈনিক সংক্রমণের ৭৫ থেকে ৮০ শতাংশ সংক্রমণই কেরল থেকে হচ্ছে। গত ২৪ ঘণ্টাতেই কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০৩ জন। সংক্রমণের হার ১৮.৭৬ শতাংশ। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৯৬১-এ বেড়ে দাঁড়াল।
মাইক্রো–কন্টেইনমেন্ট জ়োনের উপর জোর দিয়ে কেন্দ্রের তরফে বলা হয়, কেরলের উচিত প্রতিটি বিধিনিষেধ অক্ষরে অক্ষরে পালন করা। কেবল জেলা স্তরে বিধিনিষেধ আরোপ করলেই হবে না, প্রতিটি অঞ্চলভিত্তিক কন্টেনমেন্ট জ়োন জারি করা উচিত। কেরলে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রতিবেশী রাজ্য কর্নাটক, তামিলনাড়ুতেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
কেরলের পাশাপাশি মহারাষ্ট্রেও বাড়ছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৫৬ জন। একদিনেই সংক্রমণে মৃত্যু হয়েছে ১৮৩ জনের। সামনেই গণেশ চতুর্থী থাকায় কঠোরভাবে বিধিনিষেধ পালন না করলে কেরলে ওনাম উৎসবের পরে যেমন সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল, একইভাবে মহারাষ্ট্রেও একলাফে অনেকটাই সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।