চার মাস বাদে মঙ্গলবারই দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে নেমেছিল। কিন্তু বুধবারই ফের বাড়ল দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৪ জন। একইসঙ্গে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও একদিনেই মৃত্যু হয়েছে ৬৪০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৪৩,৬৫৪। মৃতের সংখ্যা ৬৪০। অর্থাৎ একলাফে প্রায় ৪৭ শতাংশ বৃদ্ধি পেল সংক্রমণ।
দীর্ঘ কয়েক মাস বাদে দেশে সক্রিয় রোগীর সংখ্যা চার লক্ষের নীচে নেমেছে। বেড়েছে সুস্থতার হারও। এখন দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৪৩৬-এ কমে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার ৬৭৮ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ১৪৭-এ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, পাঁচ দিন পর দেশের দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪০ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত দেশে অতিমারীতে করোনা আক্রান্তর মোট সংখ্যা তিন কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার। করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২২ হাজার ২২ জন।
নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল বলেন, ‘এই প্যানডেমিক শেষ হওয়া থেকে এখনও অনেক দূরে অবস্থান করছে। সুতরাং আমাদের সতর্ক থাকতেই হবে। আমরা ক্লান্ত হলেও ভাইরাস কিন্তু ক্লান্ত হয়নি।’ টিকাকরণের উপর জোর দিয়ে তিনি বলেন, ‘১০০ সতাংশ গ্যারান্টি তো কোনও ভ্যাকসিনই দিতে পারে না। আমাদের দেশে তৈরি ভ্যাকসিনও একই। তবে গবেষণায় দেখা গিয়েছে যে সংক্রমিত হওয়া বা গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। মৃত্যুর সম্ভাবনাও প্রায় সম্পূর্ণরূপে এড়ানো সম্ভব টিকাকরণের মাধ্যমে।’
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৭ জুলাই পর্যন্ত দেশে ৪৪ কোটি ৬১ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। আইসিএমআর জানিয়েছে, এখনও পর্যন্ত ৪৬ কোটির বেশি করোনার নুমনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ১৭.৩৬ লক্ষ ।