আবার বাড়ছে কোভিড সংক্রমণ। করোনাভাইরাস নিয়ে তাই উদ্বেগ বাড়ল। গত একদিনে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৭৪৩ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হল ১৫,৫৮,৮৬০ জন। বুধবারের তুলনায় কলকাতাও সামান্য বাড়ল আক্রান্তের সংখ্যা।
রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। ফলে মৃতের সংখ্যা এই নিয়ে দাঁড়াল ১৮,৬১৩। তবে রোগমুক্ত মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য। গত একদিনে ছাড়া পেয়েছেন ৭৫৩ জন। ফলে এখনও পর্যন্ত সুস্থ হলেন ১৫,৩২,১৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪২ জন। এরপরই রয়েছে কলকাতা। আক্রান্ত হয়েছে ১৩০ জন। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১২৭। এছাড়া হাওড়া ও হুগলিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ এর বেশি। নদিয়া, দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলায় আক্রান্তের সংখ্যা ৪০ পার করে গিয়েছে গত ২৪ ঘণ্টায়।