করোনা সংক্রমনের রিপোর্ট দেশ ব্রেকিং নিউজ

নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ

বেশ কয়েকদিন ধরেই দেশে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী ৷ তবে এখনও বিপদ সম্পূর্ণ কাটেনি বলেই মত চিকিৎসক মহলের ৷ করোনার তৃতীয় ঢেউ এখনও বিপজ্জনক অবস্থাতেই রয়েছে ৷ দেশের দৈনিক সংক্রমণ রয়েছে আড়াই লক্ষের উপরে।

তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ২০৯ জন। মৃত্যু হয়েছে ৬২৭ জনের, যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই বেশি। একদিনে করোনা ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩ জন।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনায় আক্রান্ত রয়েছেন ২১ লক্ষের সামান্য বেশি মানুষ। বৃহস্পতিবারের থেকে যা একটু কম। পজিটিভিটি রেট হয়েছে ১৫.৮৮ শতাংশ। তবে কেরল এবং মহারাষ্ট্রের পরিসংখ্যান এখনও চিন্তার কারণ স্বাস্থ্য মহলের।

জানা গেছে, কেরলে দাপট দেখাচ্ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। এখানে সংক্রমিতদের ৯৪ শতাংশই ওমিক্রনে আক্রান্ত বলে জানা গেছে। এছাড়া এই মুহূর্তে দেশে দাপট দেখাচ্ছে ওমিক্রনের সাব-স্ট্রেন BA.2।

করোনা কিছুটা নিয়ন্ত্রণে সেকারনেইই ধীরে ধীরে স্কুল, কলেজ খুলতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে স্কুল খোলার দাবিতে চলছে বিক্ষোভ মিছিল। ফেব্রুয়ারির শুরুতেই পাড়ায় শিক্ষালয় প্রকল্পের কথা ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী।

পাশাপাশি, বাংলার জন্য ভালো খবর ৷ আরটিপিসিআর পরীক্ষার খরচ কমাল রাজ্য সরকার। আরটিপিসিআর টেস্টের খরচ ৯৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করেছে রাজ্য।