মারণ ভাইরাসের কারণে নাজেহাল গোটা বিশ্ব। দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। তারই মধ্যে সামান্য স্বস্তি। সপ্তাহের প্রথম দিন খানিকটা নিম্নমুখী দেশের করোনা গ্রাফ।
পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩৯ জন। করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৪৩ হাজার ৪৯৫ জন। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫। তথ্য অনুযায়ী, গত একদিনে ১৪,৭৪,৭৫৩ টি নমুনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ২০ শতাংশের বেশিই পজিটিভ কেস।
পরিসংখ্যান বলছে, সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরই রয়েছে কর্ণাটক, কেরল, তামিলনাড়ু ও গুজরাট।
এদিকে, মাথাচাড়া দিচ্ছে ওমিক্রনের সাব-স্ট্রেন BA.2। যা কিনা RT-PCR পরীক্ষায় ধরা পড়ছে না। ফলে বিপদের আশঙ্কা বাড়ছে। সূত্রের খবর বলছে, ডেনমার্কে প্রথম এই সাব-স্ট্রেনটির খোঁজ পাওয়া গিয়েছে। ইংল্যান্ড, ভারত-সহ বেশ কয়েকটি দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গোষ্ঠী সংক্রমণ পর্যায়ে পৌঁছে গিয়েছে ওমিক্রন। মাস্ক পরা, ভিড় এড়ানো, স্যানিটাইজারের ব্যবহারের মতো করোনার বিধিনিষেধগুলি ও টিকাকরণই বর্তমান পরিস্থিতিতে একমাত্র ঢাল হতে পারে কোভিডে যুদ্ধে।
ইতিমধ্যেই দেশের ১৬৫ কোটির বেশি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে। পাশাপাশি জোর কদমে চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। এছাড়াও করোনা প্রতিরোধে শুরু হয়ে গিয়েছে বুস্টার ডোজও।