ফের একবার উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৬৬ জন, একদিনেই মৃত্যু হয়েছে ১২০৬ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ হাজার ২৫৪ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৭১৬। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ৫৩৮ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৫ হাজার ৩৩।
দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে যে হারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ, তাতে সময়ের আগেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসক–বিজ্ঞানীরা। ভয়াবহতা এড়ানোর একমাত্র হাতিয়ার টিকাকরণ।
তবে ক্রমশই লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে যাচ্ছে দেশ। কোনও রাজ্যে দেখা গিয়েছে টিকার ঘাটতি, কোথাও আবার লক্ষ্যমাত্রার ধারে–কাছেও পৌঁছতে পারছে না রাজ্যগুলি। টিকাকরণে বাংলার হালও শোচনীয়। লক্ষ্যমাত্রার তুলনায় ৬৬ শতাংশ পিছিয়ে রয়েছে রাজ্য।
উল্লেখ্য, ফের একবার বাড়ছে লেহ–লাদাখে করেনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় লাদাখে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন, মৃত্যু হয়েছে একজনের। এই নিয়ে লাদাখে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩১-এ। লেহতে সক্রিয় রোগীর সংখ্যা ৯৩ ও কার্গিলে ৩৮। দেশের অন্যান্য জায়গায়ও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এখন দেখার আরও সংক্রমণ বাড়ে কিনা।