ব্রিটেনে একদিনে প্রায় এক হাজারের কাছাকাছি মৃত্যু হল করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত হয়ে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক হাজারের কাছাকাছি মৃত্যুর খবর জানতে পেরে বরিস বলেন, ‘কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনের জন্য এটা সংকটময় মুহূর্ত। এর আগে কোভিডে এত বিপুল সংখ্যক মৃত্যু দেখেনি ব্রিটেন।’ এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ব্রিটেনের বেশি সংক্রমিত এলাকাগুলিতে কঠোর লকডাউন শুরু হয়েছে। কিন্তু, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।
সাংবাদিক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ব্রিটেন জুড়ে প্রায় এক হাজার মৃত্যু রেকর্ড করেছি। এপ্রিল থেকে এই প্রথমবার। ভাইরাস নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।’ ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে ৯৮১ জন কোভিড আক্রান্ত মারা গিয়েছেন। এপ্রিল থেকে এটাই ব্রিটেনে দৈনিক সর্বোচ্চ মৃত্যু।
কোভিডের নতুন প্রজাতি অনেক বেশি সংক্রামক। তাই সংক্রমণে রাশ টানতে কড়া লকডাউন করতে হচ্ছে। হাসপাতালগুলিতে এখনই কোভিড রোগীর ভিড় বাড়ছে। এই মুহূর্তে কড়া হাতে রাশ না টানতে পারলে, আরও বেসামাল হয়ে পড়বে ব্রিটেন।
জনসন জানান, লোকজনের ইমিউনাইজেশনের উপর তাঁরা জোর দিচ্ছেন। যত বেশি সংখ্যক মানুষকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনা যায়, সেই ভাবনা মাথায় রেখেই এগোবে সরকার। বয়স্ক ও ঝুঁকিপ্রবণদের আগেই ফাইজারের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।