ভারতে করোনাভাইরাসে মৃত্যু শনিবার ৫০ হাজারের গণ্ডি অতিক্রম করল। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই গণ্ডি অতিক্রম করল ভারত। কিছুতেই রোখা যাচ্ছে না করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে ফের করোনার কবলে পড়েছেন ৬৩ হাজার ৪৯০ জন। যার দরুন দেশে মোট কোভিড আক্রান্তর সংখ্যা গিয়ে দাঁড়াল ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২। বাকি তিনটি দেশ যথাক্রমে আমেরিকা, ব্রাজিল এবং মেক্সিকো। তার মধ্যে আমেরিকা ও ব্রাজিল ১ লক্ষের গণ্ডিও পার করেছে।
মহারাষ্ট্রে এই পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৮৪ হাজার ৭৫৪ জন। প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ৮ হাজার ২৮৬ জন। এখন সে রাজ্যে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৫৬ হাজার ৭১৯ জন। তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ১০৫ জন। সেখানে সক্রিয় চিকিৎসাধীন করোনা রোগী ৫৪ হাজার ২১৩ জন। বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতে কোভিডে মৃত্যুর হার তুলনামূলক কম। এমনকী বিশ্বে কোভিড মৃত্যুর যে হার, তার থেকেও ভারতে মৃত্যুহার কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যায় অনুযায়ী, গোটা বিশ্বে কোভিড মৃত্যুহার ৩.৫ শতাংশ। সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের রিপোর্ট বলছে, ভারতে কোভিডে জাতীয় মৃত্যুর হার ১.৯ শতাংশ।
তবে কোভিড সংক্রমণের নিরিখে ভারত বিশ্ব ক্রমতালিকায় তিনে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরেই। এই দুই দেশে করোনায় মৃত্যুহার ভারতের থেকে বেশি। ১৫ অগস্ট শনিবারের হিসেব অনুযায়ী, ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২৫ লক্ষ ৮৭ হাজার ৮৭২। মৃত্যু হয়েছে ৫০ হাজার ৭৯ জনের। উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারের ডেটা অনুযায়ী, ভারতে কোভিড মৃত্যু ৫০ হাজারের গণ্ডি পেরোতে বাকি তিন দেশের তুলনায় বেশি সময় লেগেছে। ১২ মার্চ ভারতে প্রথম কোভিড মৃত্যুর উল্লেখ করা হয়। সেই দিন থেকে হিসেবে ধরলে ১৫৬ দিন লেগেছে ৫০ হাজারের গণ্ডি অতিক্রম করতে। আমেরিকার সেখানে লেগেছে মাত্র ২৩ দিন। ব্রাজিল ৫০ হাজার মৃত্যু হতে সময় লেগেছে ৯৫ দিন। আর মেক্সিকোর সময় লাগে ১৪১ দিন।