রাজ্য

রাজ্যে করোনা ছাড়াল তিন লাখ

করোনা সংক্রমণ বাড়ছে হুহু করে। গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হলেন আরও ৩,৬৩১ জন। প্রাণ হারালেন ৬২ জন। এখানে উল্লেখযোগ্য বিষয় হল, বেশিরভাগ বয়স্ক ব্যক্তিই প্রাণ হারিয়েছেন। পুজোর মুখে এখন রাস্তায় নেমে পড়েছেন সকলে। ৮ থেকে ৮০ কেউ বাদ নেই। আর তা থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে খবর।
মাস্ক এবং শারীরিক দূরত্ব জোড়া সাবধানতা অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য সেই সতর্কবাণী আরও একবার মনে করিয়ে দিল। দেখা যাচ্ছে, দেশে করোনায় মৃতদের ৭০ শতাংশই পুরুষ। মৃতদের ৫৩% ষাটোর্ধ্ব। ৩৫ শতাংশের বয়স ৪৫–৬০ বছরের মধ্যে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় করোনা আক্রান্ত হলেন মোট ৩,০২,০২০ জন। মৃত্যু হল ৫,৭৪৪ জনের। বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা নিজেদের কো–মর্বিডিটি সম্পর্কে জানেন, তাঁরা কোভিড বিধি মেনে সাবধান হোন। যাঁরা জানেন না, তাঁরা অন্তত লিঙ্গ এবং বয়সের কথা মাথায় রেখে সতর্ক হোন। বিশেষ করে, সামনেই যখন করোনা আবহের পুজো!
রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০,৯৮৮ জন। বিশেষজ্ঞদের মতে সতর্ক না হলে পুজোর পর করোনার দাপট বাড়তে পারে দেশজুড়েই। রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়ছে তা ক্রমশ সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। করোনায় পুরুষের মৃত্যুহার যে মহিলাদের চেয়ে বেশি, এই তথ্যটি নতুন নয়। গ্লোবাল হেলথ ফিফটি ফিফটি নামে একটি সংস্থার তথ্য তুলে ধরে সম্প্রতি প্রথমসারির মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট জানিয়েছে, বিশ্বে প্রতি ১০ জন মহিলার নিরিখে ১৪ জন পুরুষের মৃত্যু হচ্ছে। অর্থাৎ অনুপাত ৫৮:৪২।
কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। গত একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭২৮ জন, মৃত্যু হল ১৮ জনের। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৫৬ জন, মৃত্যু হল ১৪ জনের। হাওড়ায় আক্রান্ত হলেন ২০৩ জন, মৃত্যু হল ৮ জনের।