গত কয়েকদিন যে হারে সংক্রমণ কমেছিল, তাতে স্বস্তি মিলেছিল। কিন্তু ফের চোখ রাঙাতে শুরু করল করোনাভাইরাস। আবারও দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। উদ্বেগ বাড়াল দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১০০৫ জনের। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬১ হাজার ৫৮৮ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ২৫৭।
এদিকে, তৃতীয় ঢেউ আসার আগেই দেশে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে দেশের হাতে আসতে চলেছে আরও এক ভ্যাকসিন। ভারতে জরুরি ভিত্তিতে তাদের তৈরি ভ্যাকসিন ব্যবহারের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে অনুমোদন চাইল জাইডাস ক্যাডিলা। দেশে বছরে ১২০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরির পরিকল্পনা নিয়েছে জাইডাস ক্যাডিলা।
ডিজিসিআই–এর অনুমোদন মিললে দেশের হাতে পঞ্চম টিকা হিসেবে ব্যবহার করা হবে জাইডাস ভ্যাকসিন। বর্তমানে দেশে কোভিশিল্ড, কোভ্যাক্সিন টিকা দেওয়া হয়েছে। রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক–ভি ও মর্ডানা ভ্যাকসিনকে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ১২ বছরের ঊর্ধ্ব বয়সীদের জন্য এই টিকা ব্যবহার করা হবে। কিছুদিন আগেই ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশনের চেয়ারম্যান ডা. এন কে অরোরা জানান, আগস্ট মাস থেকে জাইডাস ক্যাডিলা টিকা পাওয়া যাবে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭৮ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। বাড়ছে সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৫৮৫ জন। একদিকে যখন সমতলে চিন্তা বাড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনার করোনা সংক্রমণ, তেমনই দার্জিলিঙে দৈনিক কোভিড সংক্রমণ নিয়েও উদ্বেগ বাড়ছে।