সন্তানকে ট্যাক্সিতে ফেলে রেখে বাড়ি চলে গেলেন এক দম্পতি! তাড়াহুড়ো থাকায় এই ভুল হয়েছে। এই ঘটনাটি ঘটেছে আলমবাজার এলাকায়। ঘুমন্ত সন্তানকে ভুলে বাড়ি চলে যাওয়ার ঘটনা বোধহয় এই প্রথম। এই ঘটনাটি অফিসিয়াল ফেসবুক পেজে আপডেট দিয়েছে বিধাননগর পুলিশ। ট্যাক্সি চালকের উদ্যোগে এবং পুলিশের সহযোগিতায় বাবা–মায়ের কাছে ফেরে ওই খুদে।
পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি বুক করে আলমবাজার ফিরছিলেন এক দম্পতি। তাঁদের সঙ্গে ছিল সন্তানও। ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছিল ওই খুদে। খুদের ঘুম ভাঙার আগেই গন্তব্যে পৌঁছয় ট্যাক্সিটি। গাড়ি থেকে নেমে পড়েন দম্পতি। আর ট্যাক্সিচালক চলে যায় অন্যত্র। কিছুক্ষণ পর তাঁর নজরে পড়ে গাড়িতেই রয়ে গিয়েছে ওই দম্পতির সন্তান। কিছুক্ষণ পরে ওই ট্যাক্সিচালক এনএসসিবিআই ট্রাফিক গার্ড পুলিশে গোটা বিষয়টি জানান। ট্যাক্সিচালকের সহযোগিতায় পুলিশ যোগাযোগ করে খুদের পরিবারের সঙ্গে। প্রমাণ দেখিয়ে সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান দম্পতি।
এই ঘটনায় শিশুর বাবা–মায়ের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই ঘটনাটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ঘটনার তীব্র নিন্দা করছেন। কীভাবে নিজের ঘুমন্ত শিশুকে ট্যাক্সিতে ফেলে বাবা–মা চলে যেতে পারেন বোধগম্য হচ্ছে না কারও। সকলেই প্রশংসা করেছেন ওই ট্যাক্সিচালকের।
