আজ, সকাল ৮ টা থেকে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে শুরু হল রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা। গণনাকেন্দ্রে কমিশনের তরফে সমস্তরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মানুযায়ী নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি রেখেছে। জানা গেছে, বনগাঁ, বারাসাত, মেদিনীপুর, ডায়মন্ড হারবার, জলপাইগুড়ি-সহ বিভিন্ন গণনা কেন্দ্রে নিরাপত্তা বলয় অনেক বেশি জোরদার।
কমিশন সূত্রের খবর, গণনা কেন্দ্রের ভিতরে রিটার্নিং অফিসার ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। গণনায় প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। তারপর অন্য ঘরে ইভিএমে ভোট গণনা শুরু হবে। ইতিমধ্যেই প্রত্যেক গণনা কেন্দ্রকে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। গণনা কেন্দ্রে প্রথামাফিক সমস্ত নিয়ম মেনে প্রথম স্তরে লাঠিধারী পুলিশ ও কমব্যাট ফোর্স রয়েছে। তারপর দ্বিতীয় স্তর। সেখানে পেন ও কাগজ ছাড়া কোনও কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। সংবাদ মাধ্যমের জন্য আলাদা ব্যবস্থা থাকছে দ্বিতীয় বলয়ে।
সবমিলিয়ে বুধবার দিনভর রাজ্যবাসী তাকিয়ে থাকবে, কোন ওয়ার্ডে কে জয়ী হন, কোন পুরসভা কোন দলের দখলে যায়। প্রসঙ্গত, দিনহাটা পুরসভা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল।