আজ বালিগঞ্জ এবং আসানসোল উপ নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা হবে । কেন্দ্র ও রাজ্য পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে শুরু হয়েছে বালিগঞ্জ এবং আসানসোল উপনির্বাচনের ভোট গণনা। গণনা কেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভিতরে ও বাইরে নিরাপত্তার প্রথম বলয়ে রয়েছে রাজ্য পুলিশের কমব্যাট বাহিনী। দ্বিতীয় বলয়ে রয়েছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের কর্মী সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং রাজ্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় বলয়ে রয়েছেকেন্দ্রীয় বাহিনী।
রাজনৈতিক দলের প্রতিনিধিরা গণনা শুরুর ৩০ মিনিট আগে গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন । নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, গণনা কেন্দ্রের ভিতরে মাস্ক বাধ্যতামূলক, পাশাপাশি রয়েছে স্যানিটাইজারেরও ব্যবস্থা। সকলের উপস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর সামনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে অবজার্ভার ও রিটার্নিং অফিসার সকাল ৮ টায় স্ট্রংরুমে খোলেন।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ওই কেন্দ্রে বিজেপি-র হয়ে দাঁড়িয়েছেন ‘আসানসোলের ঘরের মেয়ে’ অগ্নিমিত্রা পাল। বামেদের প্রার্থী হয়েছেন পার্থ মুখোপাধ্যায়। আর ‘হাত’ প্রতীকের প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডে।
অন্য দিকে, বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে জোড়াফুল শিবিরের প্রার্থী বাবুল সুপ্রিয়। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। বামেদের প্রার্থী হয়েছে সায়রা শাহ হালিম। আর কংগ্রেসের প্রার্থী জনাব কামরুজ্জমান চৌধুরী। প্রত্যেকেই জয়ের ব্যাপারে 100% আশাবাদী হলেও উপ নির্বাচনের ফলাফল বলে দেবে শেষ হাসি কে হাসবে। সেই দিকেই তাকিয়ে বালিগঞ্জ ও আসানসোলবাসি।