ব্রেকিং নিউজ রাজ্য

দুর্নীতির জাল ছড়িয়ে বাংলার বাইরেও?

এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের সন্ধানে ভিনরাজ্যে হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকরা। ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি হোটেলে হানা দেন তাঁরা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ওই হোটেলে যান আধিকারিকরা। তবে তদন্তকারীরা পৌঁছনোর আগেই হোটেল ছাড়েন পার্থ ঘনিষ্ঠ।

সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) মাধ্যমে ওই পার্থ ঘনিষ্ঠের খোঁজ পায় আয়কর দপ্তর। সেই অনুযায়ী, গত বেশ কয়েকদিন যাবতই পার্থ ঘনিষ্ঠ আধিকারিকদের নজরে ছিলেন। সম্প্রতি আয়কর দপ্তরের আধিকারিকরা জানতে পারেন, ঝাড়খণ্ডের হাজারিবাগের হোটেলে উঠেছেন ওই ব্যক্তি। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে ওই হোটেলে হানা দেন আধিকারিকরা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় হোটেল চত্বর। তবে আধিকারিকরা হোটেলে পৌঁছনোর আগেই সেখান থেকে পালিয়ে যান ওই ব্যক্তি।