রাজ্যজুড়ে যেন ছড়িয়ে পড়ছে একের পর এক দুর্নীতির অভিযোগ। আবাস দুর্নীতি, একশো দিনের কাজের দুর্নীতি সহ একের পর এক অভিযোগে বিদ্ধ রাজ্য। যদিও, রাজ্যের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, মানুষের হকের টাকা দিচ্ছে না কেন্দ্র। সরকারি প্রকল্পের টাকা আটকে রাজ্যকে অচল করতে চাইছে মোদি সরকার। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল কেন্দ্র। কেন্দ্রের অভিযোগ, মিড-ডে মিলের টাকা নিয়ে নয়ছয় হয়েছে বাংলায়। এরাজ্যে ১৬ কোটি টাকার মিড-ডে মিলের খরচ বেশি দেখানো হয়েছে! হিসেবটা ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। মিড-ডে মিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের।
২০২২ সালে মাত্র ছ’মাসের মধ্যে মিড-ডে মিল নিয়ে অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে কেন্দ্রের এই রিপোর্টে। রিপোর্টে আরও বলা হয়েছে, নির্ধারিত পরিমাণের চেয়ে ৭০ শতাংশ কম মিড ডে মিল খাবার সরবরাহ করা হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্পের দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে একটি প্যানেল তৈরি করা হয়। বিষয়টি খতিয়ে দেখে শিক্ষা মন্ত্রকের জয়েন্ট রিভিও প্যানেল একটি রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। আর তাতেই এই চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, গত বছর প্রথম দুই অর্থবর্ষে এরাজ্যের তরফে ১৪০ কোটি ২৫ লক্ষ মিড-ডে মিলের রিপোর্ট পেশ করা হয়। কিন্তু স্থানীয় প্রশাসনের রিপোর্টে ১২৪ কোটি ২২ লক্ষ মিড-ডে মিলের উল্লেখ রয়েছে। তখনই বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের, এমনটাই সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। পিটিআই সূত্রে খবর, মিড-ডে মিল প্রকল্পে অন্তত ১০০ কোটি টাকা বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে।