জেলা রাজ্য

রেশনে দুর্নীতি, বাতিল লাইসেন্স

করোনার জেরে লকডাউন চলছে। তাই রেশনে খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা করেছে খাদ্য দপ্তর। আর তা নিয়ে দুর্নীতি শুরু হয়েছে বলে অভিযোগ। রেশনে দুর্নীতির অভিযোগে সমবায় সমিতির অধীনে থাকা রেশন ডিলারের লাইসেন্স বাতিল করল খাদ্য দপ্তর। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের খাগড়াগেরিয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে এই ঘটনাটি ঘটেছে।
রেশন বণ্টনে দুর্নীতি করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে গ্রাহকদের পক্ষ থেকে অভিযোগ আসছিল। তিনটি গ্রামের গ্রাহককে রেশন দেওয়া হয়নি। অন্ত্যোদয় গ্রাহকদের ১ কেজি করে চাল কম দেওয়া হয়েছে। এই অভিযোগে গ্রাহকরা খাদ্য দপ্তরে অভিযোগ জানায়। তার ভিত্তিতেই ওই সমিতির রেশন লাইসেন্স বাতিল করে খাদ্য দপ্তর। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
সমবায় সমিতির সমবায় সমিতির সম্পাদক গুরুপদ মাইতি জানান, সরকারিভাবে লাইসেন্সে বাতিল করা হয়েছে এমন কোনও খবর নাকি তাঁর কাছে নেই। তবে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ অমূল্য মাইতি লাইসেন্স বাতিলের খবর নিশ্চিত করে বলেন, ‘‌আমি শুনেছি। সরকারিভাবে যা পদক্ষেপ নেওয়ার নিয়েছে। আমি কোনও মন্তব্য করছি না।’‌