দেশ লিড নিউজ

পুজোর আগেই কী পুরসভার ভোট?‌ জানুন

রাজ্য মোট ১১৬টি পুরসভার ভোট করতে হবে। কলকাতা যার অন্যতম। রাজ্য সরকারের পরামর্শ অনুসারে রাজ্য নির্বাচন কমিশন দিনক্ষণ ঠিক করবে। তৃণমূল কংগ্রেস চাইছে পুজোর আগে সেপ্টেম্বর নাগাদ পুরভোট মিটে যাক। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, তারা নির্বাচনের প্রস্তুতি সেরে রেখেছে। তবে শাসক শিবিরের খবর, আপাতত চিন্তা কোভিড পরিস্থিতি। যার উপর বাকিটা নির্ভর করছে।

কলকাতা–সহ যে পুরসভাগুলির মেয়াদ ফুরিয়েছে, সেগুলিতে প্রশাসকমণ্ডলী দিয়ে কাজ চলছে। বিধানসভা নির্বাচনের আগে আদালতে রাজ্য জানিয়েছিল, সাধারণ নির্বাচন হয়ে গেলে পুরভোট করা হবে। তৃণমূলও মনে করে, বিধানসভা ভোটের ফলের নিরিখে এখন ভোট করে নেওয়া ‘আদর্শ সময়’। বিধানসভার ৬টি আসনে উপনির্বাচনও প্রয়োজন। মে মাসে বিধানসভার ফলপ্রকাশের সময় থেকে ধরলে ৬ মাস অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে তা হওয়া উচিত।

তৃণমূলের এক শীর্ষনেতা বলেন, ‘পুরভোট করতে আমরাও চাই। তবে সেপ্টেম্বরে সম্ভব না হলে দীপাবলির আগে হয়তো তা করা যাবে না। কারণ, তখন উৎসবের মরসুম চলবে।’ রাজ্য নির্বাচন কমিশনের এক কর্তা বলেন, ‘‌নবান্ন থেকে কোনও বার্তা আসেনি। সরকার জানালেই পদক্ষেপ করা হবে। মূল কাজগুলি হয়ে থাকায় বাকি প্রস্তুতি সারতে বেশি সময় লাগবে না।’‌