ফের নতুন করে দাপট দেখাতে শুরু করেছে মারণ ভাইরাস। সূত্রের খবর মারফত জানা গিয়েছে, চিনের বর্তমান পরিস্থিতি ২০২০ সালে থেকেও ভয়াবহ। দক্ষিণ কোরিয়াতেও এক ছবি। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন ধরা পড়ছে করোনার ভয়াবহ ছবি। গত এক সপ্তাহে বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এক কোটির বেশি মানুষ। সে কারণেই বৃহস্পতিবার সর্তকতা জারি করেছে WHO। গোটা বিশ্ব যখন মারণ ভাইরাসের থাবাই হিমশিম খাচ্ছে তখন স্বস্তির খবর হল এই যে ভারতের করোনা গ্রাফ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত ২ হাজার ৫২৮ জন। তবে এখনো চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে মোট ৫ লক্ষ ১৬ হাজার ২৮১ জনের।
৩০ হাজারের নিচে নেমে এসেছে দেশের অ্যাকটিভ কেস। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ হাজার ৯৯৭ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৫৮ হাজার ৫৪৩ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।
তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮০ কোটি ৯৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। করোনা রুখতে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিং, বুস্টার ডোজ। এবার 12 থেকে 14 বছর বয়সীদের জন্য শুরু হল টিকাকরণ।