আগামী দু’বছরের মধ্যে করোনা সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু–এর বিশ্বমারীর থেকেও দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে করোনাকে বলে জানান তিনি। তবে সাধারণ মানুষের প্রশ্ন, এই দু’বছরে কী সংক্রমণ আরও বাড়বে? করোনাভাইরাস কী নতুন চেহারা নেবে? তার উত্তর অবশ্য দেননি তিনি।
এদিন জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে তেদ্রজ বলেন, ‘আমরা এই অতিমারী দুই বছরেরও আগে শেষ হবে বলে আশাবাদী। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু–এর থেকেও দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে এই মহামারীকে। আমাদের সময়ে যেমন অনেক প্রযুক্তি রয়েছে, তেমনি যোগাযোগও আরও নিবিড় হয়েছে। ফলে ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।’
গত ১৩০ বছর আগের ফ্লু–এর সঙ্গে তুলনা টানার কারণ হিসাবে জানান, বিশ্ব আজ বিশ্বায়ন ও যোগাযোগ এগিয়ে, আর তাতেই সমস্যা আরও বেড়েছে। এই যোগাযোগ ব্যবস্থার ফলেই বিদ্যুৎ–গতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ১৯১৮ সালে যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত না হওয়ায় এমনটা হয়নি। আমাদের সময় প্রযুক্তি রয়েছে, জ্ঞান রয়েছে কী করে একে রুখে দেওয়া যায়।
সংবাদ সংস্থা রয়টার্সয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ২২ কোটিরও বেশি মানুষ করো আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৭,৯৩,৩৮২ জন। আর স্প্যানিশ ফ্লু–তে প্রায় ৫ কোটি মানুষ প্রাণ হারান। সারা বিশ্বে প্রায় ৫০ কোটি মানুষ সংক্রামিত হন। ১৯১৮ সালের ফেব্রুয়ারি থেকে ১৯২০ সালের এপ্রিল পর্যন্ত চলে এই মহামারী।