বাংলাদেশ

টিকা উৎপাদন করবে বাংলাদেশ‌

চলতি মাসেই করোনার টিকা উৎপাদন শুরু করবে বাংলাদেশ। সুতরাং সহজেই বলা যায়, করোনার টিকা উৎপাদনকারী দেশের তালিকায় নাম লেখাল বাংলাদেশ। চলতি মাসের শেষে চিনের টিকা সিনোভ্যাক উৎপাদনে চাকা ঘুরবে। পরীক্ষা শেষে তারই মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক ওষুধ তৈরির প্রতিষ্ঠানকে চিনের করোনা টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর।
সোমবার এক সাংবাদিক বৈঠক ডেকেছে অধিদফতর। জুন মাসে রাশিয়ার টিকা উৎপাদন শুরু করারও ইঙ্গিত মিলেছে। ২৮ এপ্রিল চিনের করোনাভাইরাস টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশের ওষুধ প্রশাসন। চিন বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। এবার বাংলাদেশ টিকা বানাতে সফল হলে সেদেশে অতিমারিকে ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে।
২০২০ সালের ৫ নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। চুক্তি অনুযায়ী দেড় কোটি টিকার মূল্য বাবদ ৫১০ কোটি টাকা অগ্রিম নিয়েছে সেরাম ইনস্টিটিউট। সেরাম থেকে প্রতিমাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সেই প্রতিশ্রুতি অনুযায়ী টিকা পাচ্ছে না।
দু’টি চালানে ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। বাকি টিকা কবে নাগাদ পাবে বাংলাদেশ, তা কেউ বলতে পারছে না। ভারত–বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে। কিন্তু গত দুই মাস টিকার কোনও চালান মেলেনি। চিনের টিকার পাশাপাশি রাশিয়ার টিকাও বাংলাদেশ উৎপাদনের চুক্তি হয়েছে।