বাংলাদেশ

করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে পদ্মাপারে

পদ্মাপারে আক্রান্তের মিছিল। সকালে একরকম সংখ্যা থাকলেও রাত পোহালেই তা অন্যরকম হয়ে যাচ্ছে। আতঙ্ক সকলকে গ্রাস করেছে। কারণ গোটা দেশে মারণ ভাইরাস থাবা বসিয়েছে। তা থেকে বাদ যায়নি ৮ থেকে ৮০। আজ বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ১৮ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। একইভাবে দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। এর শেষ কোথায়, কেউ জানে না।
গত ২৪ ঘণ্টায় ভারতের এই প্রতিবেশি দেশটিতে নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭৭০ জন। মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও ৮ জন। তবে মৃতদের মধ্যে সবাই পুরুষ। দেশে এখন পর্যন্ত ২১৪ জনের করোনায় মৃত্যু হল। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, করোনাকে জয় করে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সুস্থ হয়ে উঠেছেন ৩১৩ জন। ফলে এখন পর্যন্ত ২,৪১৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলেন। গত ২৪ ঘণ্টায় ৫,৪৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট ১,১৬,৯১৯ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।